ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২৩
পিরোজপুরের কাউখালীতে ইয়াবাসহ এক বরখাস্থকৃত কারারক্ষীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ বিভাগ পিরোজপুর। এ সময় তার কাছ থেকে ২৫ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, মঙ্গলবার রাতে ওসি আসলাম উদ্দিনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের নিজ বাড়ির সামনে থেকে ওই কারারক্ষীকে গ্রেফতার করে। এর আগে মাদক সম্পৃক্ততার কারণে জাহিদুলকে বরগুনা জেলা কারাগার থেকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বরিশাল ও ঝালকাঠিতে তিনটি, কাউখালীতে একটি মাদক মামলা রয়েছে।
কাউখালী থানার ওসি মো. জাকারিয়া জানান, ওই কারারক্ষীকে গ্রেফতার করেছে ডিবি। এ ব্যাপারে তার বিরুদ্ধে কাউখালী থানায় মাদক আইনে মামলা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক