পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ইউপি সদস্য মামুন হাওলাদারকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আজাহারিয়া শিকদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মামুন হাওলাদার শিয়ালকাঠী ইউনিয়নের মেহনাজ হাওলাদারের ছেলে এবং ওই ইউপির ৯ নং ওয়ার্ডের সদস্য।
গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মামুন বাড়ি থেকে বের হয়ে ভান্ডারিয়া উপজেলার লিংকরোড হয়ে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আজাহারিয়া মাদরাসার সামনে পৌঁছালে তার ওপর হামলা করে দুর্বৃত্তরা। তার বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন করে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।