ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২২
পিরোজপুরের ইন্দুরকানীতে নির্বাচিত ইউপি মেম্বর কে টাকার মালা দিয়ে বরণ করছে সমর্থকরা। মঙ্গলবার বিকালে উপজেলার ৪ নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে নব নির্বাচিত মেম্বর ইউসুফ আলী জোমাদ্দার কে টাকার মালা পরিয়ে আনন্দ মিছিল করেছে তার সমর্থকরা। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে কৌতুহল সৃষ্টি হয়।
ইউপি সদস্য ইউসুফ আলী জোমাদ্দার স্থানীয় কলারণ ইসলামিয়া দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কয়েকবারের নির্বাচিত মেম্বর।
ইউসুফ আলী জোমাদ্দার জানান, ভোটে বিজয়ী হওয়ার পরে প্রথমবারের মত টাকার মালা পেলাম। এটা কর্মী- সমর্থকদের ভালোবাসার বহিঃ প্রকাশ।
উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার এ এস এম রোকনুজ্জামান খান বলেন , নির্বাচনের পর মিছিল দিয়ে এলাকায় কোন সহিংসতা হলে আইনশৃংখলা রক্ষা বাহিনী দেখবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক