পিরোজপুর

পিরোজপুরে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

By admin

December 21, 2022

 

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: পিরোজপুরের নাজিরপুরে ইঁদুর মারার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনুপ মন্ডল (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত অনুপ উপজেলার মালিখালী ইউনিয়নের সাচীয়ার লড়া গ্রামের অনিম মন্ডলের ছেলে।

 

 

বুধবার (২১ ডিসেম্বর) বিকালে একই এলাকার বিধান মন্ডলের বাড়ির পিছনের মাঠে ঘটনাটি ঘটেছে।

 

 

নিহতের পরিবার থানা পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, ওই দিন বিকালে কিশোর স্থানীয় বিধানের বাড়ির পিছনের মাঠে যায়। এ সময় ওই মাঠে বিধান মন্ডলের বোরো ধানের বীজ ইদুর থেকে রক্ষা করতে দেওয়া বিদ্যুতের সংযোগে সে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়ে মাঠে পড়ে থাকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

 

 

 

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জিনাত তাসনীম জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

 

 

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ঘটনাটি শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।