পিরোজপুর

পিরোজপুরে আগুনে পুড়ে যুবকের মৃত্যু

By admin

February 06, 2023

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক ::  পিরোজপুরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মোঃ সোহেল হাওলাদার নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে পৌর শহরের ৬ নং ওয়ার্ডের কৃষ্ণচুড়া ভাইজোড়া গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। নিহত সোহেল ওই গ্রামের মো. নজরুল হাওলাদারের ছেলে। তিনি পিরোজপুরে মাছের ব্যবসা করতেন।

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্দুর রশিদ হক।

 

 

নিহতের বড় ভাই নাসির উদ্দিন হাওলাদার বলেন, আমার ভাইটা এইভাবে আগুনে পুড়ে মরলো, আমরা অনেক চেষ্টা করেছি আগুন নেভাতে। কিন্তু কিছুই করতে পারলাম না। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেছি সব পুড়ে যাচ্ছে। এইভাবে সব শেষ হয়ে যাবে কোনদিন ভাবিনি। ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে নেভাতে সব শেষ।

 

 

তিনি আরো বলেন, মা এখনো জানে না। তাকে জানানো হয়নি। আস্তে আস্তে জানাব। সে শুনলে তো সহ্য করতে পারবে না। রাতে আমরা আগুন দেখে যখন পাশের ঘর থেকে বের হয়েছি ততক্ষণে সব শেষ। আমি ছালার বস্তা গায় দিয়ে উদ্ধার করার চেষ্টা করেছিলাম। কিন্তু আগুন এতোটা বেশি ছিল যে কাছেই যেতে পারিনি।

 

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্দুর রশিদ হক বলেন, স্থানীয়ভাবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সময়ে আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি, কিন্তু ততক্ষণে ঘুমন্ত অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি রান্নাঘরের চুলা থেকে আগুনের উৎপত্তি হয়েছে।

 

 

পিরোজপুর সদর থানা পুলিশের অফিসারর ইনচার্জ (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।