পিরোজপুর

পিরোজপুরে মায়ের অভিযোগে ছেলের সাজা

By admin

November 21, 2020

 

পিরোজপুর জেলার কাউখালীতে মায়ের অভিযোগে নেশাগ্রস্ত ছেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। শনিবার (২১ নভেম্বর) সকালে মায়ের অভিযোগের ভিত্তিতে উপজেলার নিলতী গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে চাঁন হাওলাদারকে (২২) ভ্রাম্যমাণ আদালতে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠিয়েছে উপজেলা প্রশাসন।

 

জানা গেছে, চাঁন প্রায় দিনই নেশাকরে তার মা ও বাবাকে নির্যাতন করে আসছিল। এক পর্যায়ে নির্যাতন বেড়ে যাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার বাসায় এসে কান্নাকাটি করে নেশাগ্রস্ত ছেলের নির্যাতনের হাত থেকে তাদের বাঁচানোর জন্য আবেদন করেন।

 

এর পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথীকে ওই বাড়িতে পাঠিয়ে পুলিশের সহায়তায় চাঁনকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

 

পিরোজপুর জেলার কাউখালীতে মায়ের অভিযোগে নেশাগ্রস্ত ছেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। শনিবার (২১ নভেম্বর) সকালে মায়ের অভিযোগের ভিত্তিতে উপজেলার নিলতী গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে চাঁন হাওলাদারকে (২২) ভ্রাম্যমাণ আদালতে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠিয়েছে উপজেলা প্রশাসন।

 

জানা গেছে, চাঁন প্রায় দিনই নেশাকরে তার মা ও বাবাকে নির্যাতন করে আসছিল। এক পর্যায়ে নির্যাতন বেড়ে যাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার বাসায় এসে কান্নাকাটি করে নেশাগ্রস্ত ছেলের নির্যাতনের হাত থেকে তাদের বাঁচানোর জন্য আবেদন করেন।

 

এর পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথীকে ওই বাড়িতে পাঠিয়ে পুলিশের সহায়তায় চাঁনকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।