ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২১
পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পায়রা সেতুতে বেড়াতে গিয়ে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার শেষ সন্ধ্যায় দুইটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে। এসময় আহত হয় রাইয়ানের স্কুল সহপাঠি মোর্শেদ। দুর্ঘটনার শিকার রাইয়ানকে মুমূর্ষু অবস্থায় ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত রাইয়ান পটুয়াখালী পৌরসভার সাত নং ওয়ার্ডের লুৎফর রহমান শাহরিয়ারের একমাত্র পুত্র। রাইয়ানের মৃত্যুর খবরে হাজারও মানুষের সমগম ঘটে তার বাসার সামনে। রাইয়ান শহরের জুবীলি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিলো।
সোমবার পায়রা সেতুতে বেড়াতে যাওয়া শহরের একতা সড়কের বাসিন্দা বশির উদ্দীন জানান, পটুয়াখালীর দক্ষিণ প্রান্ত থেকে সেতুর অ্যাপ্রোচ্ সড়কের পশ্চিম লেন ধরে উত্তর প্রান্তে যাচ্ছিল মোটরসাইকেল আরোহী দুই কিশোর। এসময় উত্তর প্রান্ত থেকে অপর একটি মোটরসাইকেল আসলে এ সংঘর্ষ হয়। দুর্ঘটনার সাথে সাথেই মাথায় প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে রাইয়ান ও মোর্শেদ। পরে সেতুতে ঘুরতে যাওয়া পর্যটকরা দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাদের।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার নুরুন্নাহার জানান, রাইয়ানের মাথায় ইন্টারনাল ইনজুরি হওয়ায় তাকে বরিশাল প্রেরণ করা হয়েছে। অপর আহতকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
ঘটনাস্থলে উপস্থিত দুমকি থানার এসআই বিপ্লব ভাট জানান, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজা সংলগ্ন লেনে এ দুর্ঘটনা ঘটে। চার লেনের পায়রা সেতুর মাঝখানে ডিভাইডার থাকার কারলে একটি মোটরসাইকেল রং সাইড দিয়ে অতিক্রম করলে এ দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়-অপর প্রান্ত থেকে আসা মোটরসাইকেলটি উল্টো পথ ধরে আসছিল,তাই এ ঘটনা ঘটে।
প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে পটুয়াখালীর পায়রা নদীতে “পায়রা” সেতুর শুভ উদ্বোধন করেন। সেতু উদ্বোধনের পর এই প্রথম হতাহতের ঘটনা ঘটলো।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক