পটুয়াখালী

পানিতে ঝাঁপ দিয়ে না পেরে ফাঁস দিয়ে ছাত্রীর আত্মহত্যা

By admin

January 20, 2021

 

পটুয়াখালী : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পানিতে ঝাঁপ দিয়ে না পেরে ফাঁস দিয়ে মাফিয়া আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রাম থেকে ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

নিহত মাফিয়া ওই গ্রামের এমদাদুল গাজীর মেয়ে। সে কাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত) ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

 

ওই ছাত্রীর পরিবার জানায়, মাফিয়া মানসিক সমস্যায় ভুগছিল। দুপুরে পরিবারের অগোচরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।

 

রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে তথ্যানুযায়ী তার মানসিক সমস্যা ছিল। এর আগেও পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল ওই ছাত্রী।