শিরোনাম

পাথরঘাটায় ৬০০ ফলজ গাছ কেটে নিলো প্রতিপক্ষ

By admin

April 22, 2021

 

বরগুনার পাথরঘাটায় এক শিক্ষকের ৩২ শতাংশ বাগানের নারিকেল, তাল, সুপারি, কাঠালসহ প্রায় ৬০০টি ফলজ ও বনজ গাছ কেটে সাবার করেছে প্রতিপক্ষরা। গতকাল উপজেলার কালমেঘা ইউনিয়নের কালীপুর গ্রামে এমন ঘটনা ঘটে। এ ঘটনায় পাথরঘাটায় থানায় ওই শিক্ষক লিখিত অভিযোগ করেছেন।

 

শিক্ষক আ.কুদ্দুস জানান, তার চাচাতো ভাই বেলায়েত হোসেনের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল সকাল ঘূম থেকে উঠে বাগানে গিয়ে দেখে তার রোপিত বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কেটে সাবার করে। তাৎক্ষনিক আ. কুদ্দুস বাধা দিলে তাকে বিভিন্ন রকমের হুমকি দেয় বেলায়েত হোসেন।

 

তিনি আরও বলেন, এ বিষয় পাথরঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। আমার বাগানের ক্ষতিসাধন করায় আমি নিঃস্ব হয়ে পড়েছি।

 

অভিযুক্ত বেলায়েত হোসেন বলেন, ওই জমি আমাদের ভোগ দখলে ছিল। শালিসদারদের সিদ্ধান্তে ওই জমি থেকে আমার রোপিত গাছ কেটেছি।

 

এ বিষয় পাথরঘাটা থানা তদন্ত ওসি সাইদ আহম্মেদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।