ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২১
বরগুনার পাথরঘাটায় জাহিদুল ইসলাম (২৩) নামের এক যুবককে ১৩০ পিস ইয়াবাসহ আটক করেছে পাথরঘাটা কোস্ট গার্ড।
রোববার রাতে উপজেলার পৌরসভার ৬ নং ওয়ার্ড তালতলা মসজিদের পশ্চিম পাশ থেকে তাকে আটক করা হয়।
আটক জাহিদুল ইসলাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আলতাফ মাঝির ছেলে।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কিছু মাদক ব্যাবসায়ী তালতলা এলাকায় মাদক বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহিদুল ইসলামকে ১৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক জাহিদুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে থানায় সোপর্দ করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক