বরগুনা

বরগুনা

পাথরঘাটায় বলেশ্বর নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

By admin

April 03, 2022

 

পাথরঘাটা, বরগুনাঃ বলেশ্বর নদের বিহঙ্গ দ্বীপসংলগ্ন রুহিতা এলাকায় এক নবজাতকের লাশ দেখতে পান জেলেরা। পরে জেলেরা ওই নবজাতকের লাশ উদ্ধার করে।

 

রোববার সকালে বলেশ্বর নদের বরগুনা পাথরঘাটা এলাকা পাড়ে দেখতে পেয়ে এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় করে।

 

প্রত্যক্ষদর্শী ইব্রাহিম সাওজাল, ইউসুফ মিয়াসহ একাধিক ব্যক্তি জানান, প্রতিদিনের মতো সকালে মাছ ধরার জন্য বলেশ্বর নদের দিকে যাওয়ার সময় শিশুর মতো ভাসতে দেখা যায়, কিছুক্ষণ পর ভাটায় পাড়ে আটকে গেলে কাছাকাছি গিয়ে এক মেয়ে নবজাতকের মরদেহ বলে নিশ্চিত হয়।

 

এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মো.আবুল বাশার বলেন, এ রকমের খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে কাছাকাছি অথবা দূর থেকে ট্রলারে করে নিয়ে এখানে কেউ ফেলে রেখে যায়।