বরগুনা

পাথরঘাটায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

By admin

January 07, 2021

 

বরগুনা : বাড়ির উঠোনে খেলতে গিয়ে পানিতে পড়ে তিন বছরের নাসরুল্লা নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে ওই ঘটনা ঘটে।

 

নাসরুল্লাহ ওই ইউনিয়নের ছোট পাথরঘাটা গ্রামের মো: মনির হোসেনের ছেলে।

 

স্থানীয় টিপু মিয়া জানান, অন্য শিশুদের সাথে খেলতে বের হয়ে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় নাসরুল্লাহ। পবিবারের লোকজন শিশুটিকে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে তার লাশ ভেসে উঠেতে দেখে। ওই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিএম আকবর শিশুটিকে মৃত ঘোষণা করেন।