পাথরঘাটায় দুই লাখ মিটার অবৈধ জাল জব্দ

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটার বিষখালী নদী থেকে জব্দ দুই লাখ মিটার ব্যবহার নিষিদ্ধ অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

 

রোববার (২৭ ফেরুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বিষখালী নদী সংলগ্ন এলাকায় জালগুলো পোড়ানো হয়।

 

এর আগে এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত বিষখালী নদীতে অভিযান চালিয়ে দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।

 

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ জালগুলো পাথরঘাটা উপজেলা মৎস্য বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ