বরগুনা

পাথরঘাটায় দুই ব্যাবসায়ীকে জরিমানা

By admin

November 16, 2022

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক॥  ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান চালিয়ে বরগুনার পাথরঘাটায় দুই ব্যাবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে পাথরঘাটা পৌর শহরের পূর্ব বাজার এলাকায় এ জরিমানা করেন ভোক্তা অধিকার বরগুনা অঞ্চলের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস।

 

 

এ সময় মেসার্স মামুন এন্ড বাণিজ্য ভান্ডারের মালিক আব্দুস ছালাম শরীফকে ২ হাজার এবং মেসার্স মল্লিক স্টোরের পরিচালককে ৪ হাজার টাকা জরিমানা করেন।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

অভিযান পরিচালনাকালিন সময় বিপুল বিশ্বাস জানান, সরকারী নিয়ম অনুযায়ী পাথরঘাটা পৌর শহরের বাজারে মেসার্স মামুন এন্ড বাণিজ্য ভান্ডারে মেয়াদ উতীর্ণ পণ্য রাখায় ২ হাজার টাকা এবং মেসার্স মল্লিক স্টোরে ডিজেল (কেরোসিন তেল) এ মাপে কম দেয়ায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

এছারাও ভোক্তা অধিকার আইন সম্পর্কে কাউন্সিলিং করা হয় যাতে এ আইন সম্পর্কে সকল ব্যাবসায়ীর ধারণা থাকে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।