বরগুনা

পাথরঘাটায় জাটকাসহ ছয় জেলে আটক

By admin

February 21, 2022

 

নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ সাগরে মাছধরা ট্রলার, ১ হাজার ৬ শত কেজি জাটকা ইলিশসহ, ৬ জেলেকে আটক করেছে কোষ্টগার্ড। বরগুনার পাথরঘাটা নতুনবাজার খালের মাথা থেকে আজ সোমবার সকাল সাড়ে ৮টায় এফবি হামিম ফিশিং ট্রলার জব্দ করা হয়েছে।

 

পাথরঘাটা বিসিজি স্টেশন কন্টিজেন্ট কমান্ডার ইউসুফ জানান, তার নেতৃত্বে বরগুনা জেলার পাথরঘাটা খালের মাথা হতে এফবি হামিম নামক একটি ফিশিং ট্রলার থেকে আনুমানিক ১ হাজার ৬ শত কেজি জাটকা ইলিশ জব্দ করা হয় এবং ৬ জন জেলেকে আটক করা হয়।

 

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত মাছ গুলো স্থানীয় এতিমখানা, গরীব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। আটককৃত ৬ জন জেলেকে ১২ হাজার টাকা জরিমানা করা হয় ফিশিং ট্রলারটি মৎস্য কর্মকর্তা কতৃক মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।