বরগুনা

পাথরঘাটায় কুকুরের আক্রমণে হরিণের মৃত্যু

By admin

May 26, 2021

 

ঘূর্ণিঝড় “ইয়াস” ও ভরা পূর্নিমার প্রভাবে সাগর মোহনা ও নদ-নদীতে স্বাভাবিককের চেয়ে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় হরিণঘাটা বনাঞ্চল থেকে একটি মাদি হরিন জীবন বাঁচানোর জন্য সাঁতরে তীরে আসার পরে কুকুরের আক্রমনে মৃত্যু হয়েছে।

 

বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চরলাঠিমারা এলাকায় এ ঘটনা ঘটে। হরিনঘাটা বিট কর্মকর্তা মো. গোলাম কাওসার জানান, আজ বিকেল সাড়ে ৫টার দিকে বরগুনার পাথরঘাটার হরিণঘাটা বনাঞ্চল থেকে সাঁতার কেটে একটি হরিণ পশ্চিম চরলাঠিমারা গ্রামে প্রবেশ করে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হরিনটি উদ্ধার করার আগেই দুটি কুকুরের আক্রমণে গুরুতর আহত হয়। হরিনটি উদ্ধার করে পাথরঘাটা উপজেলা পশু সম্পপ্রসারণ অধিদপ্তর হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়।