পাথরঘাটায় অগ্নিকাণ্ডে ৪ দোকান ভস্মীভূত

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, মার্চ ১, ২০২২

পাথরঘাটায় অগ্নিকাণ্ডে ৪ দোকান ভস্মীভূত
নিউজটি শেয়ার করুন

 

নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ বরগুনার পাথরঘাটায় অগ্নিকাণ্ডে চার দোকান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ৩টার দিকে উপজেলার পূর্বমাথা মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কীভাবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা কেউ বলতে পারছে না।

 

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন লাগার সূত্রপাত সম্পর্কে এখনই কিছ বলা যাচ্ছে না।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ