ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০
পাথরঘাটা : বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের প্রচার সম্পাদক ৩নং ওয়ার্ডের বাসিন্দা ইব্রাহিম (৩০)এর লাশ নিখোঁজের ৩ দিন পর ভাসমান অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সহ স্থানীয় লোকজন।
ইব্রাহিম গত মঙ্গলবার রাত ২টা৩০ মিনিটের দিকে নিজ বাসার কাছাকাছি স্লুইসগেট থেকে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন।
টানা ৩দিন ঘটনাস্থলে ফায়ারসার্ভিস কর্মীরা উপস্থিত থেকে উদ্ধার তৎপরতা চালাতে থাকলেও তার মৃত দেহের কোন সন্ধান মেলেনি।
বৃহস্পতিবার পাথরঘাটার জাকির বিশ্বাসের ছেলে জুয়েল বিশ্বাস চট্টগ্রাম থেকে এসে ওই সুইস গেটের খালে সম্পূর সনাতনী পদ্ধতিতে জলের নিচে লাশের সন্ধান পায় বলে সে জানায়। কিন্তু মৃতদেহটি তীরে তুলতে ব্যর্থ হন তিনি। শেষ পর্যন্ত শুক্রবার দুপুর দুইটার দিকে পাথরঘাটা ফায়ার সার্ভিস কর্মীরা ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করেন।
ইব্রাহিমের স্বজনরা জানিয়েছে তার কোনো শত্রু ছিল না। এলাকায় কারো সাথে কোন দ্বন্দ্ব ছিল না। পেশায় ছিলেন তিনি ভাড়ায় চালিত মোটর বাইক ড্রাইভার।
ঘটনাস্থলে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন সহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা সুরতহাল রিপোর্ট করেছিলেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক