ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২২
বরগুনার পাথরঘাটায় ছেলের বিরুদ্ধে মাকে হাতুড়ি পিটা করার অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল দশটার দিকে পাথরঘাটা পৌর শহরের আট নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রুহুল আমিন উরফে ফখরুল আলম পাথরঘাটা পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আমজাদ হোসেন মোক্তারের ছেলে। রহিমা বেগম রুহুল আমিন উরফে ফখরুল আলমের সৎ মা।
এ ঘটনায় মা রাহিমা বেগম (৬৫) পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগী রাহিমা বেগম জানান, রুহুল আমিন উরফে ফখরুল আলমের মা তিন মাস বয়সী রেখে অন্যত্র চলে যায়। সে থেকে আমি রুহুল আমিনকে আমার বুকের দুধ খাওয়াইয়া কোলে পিঠে মানুষ করেছি। সে বিভিন্ন কৌশলে আমার কাছ থেকে ব্যাংক লোনের কথা বলে গোপনে নানা কাগজে স্বাক্ষর করিয়ে নিয়ে একটি হেবা বেল এওয়াজ নামা দলিল তৈরি করে। এ নিয়ে আমি গত মাসের ২৭ তারিখ বিজ্ঞ জজ আদালতে একটি মামলা করেছি। এর জেরে শুক্রবার সকালে ঢাকা থেকে এসে আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে।
অভিযুক্ত রুহুল আমিন জানান, আমার বিরুদ্ধে আমার সৎ মা এবং সৎ ভাই-বোনরা মিলে চক্রান্ত করছে। আমাকে আমার বাসায় ঢুকতে দেয়া হচ্ছে না। মারধরের বিষয়ে কিছু জানি না।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক