ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্ণ, মে ১০, ২০২১
বরগুনা: বরগুনার পাথরঘাটায় জয়নাল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৯ মে) রাত সাড়ে ৮টার দিকে পাথরঘাটা পৌরশহরের শেখ রাসেল স্কয়ার চত্বরে এ ঘটনা ঘটে।
জয়নাল পাথরঘাটা পৌরসভার পাম্প অপারেটর হিসেবে চাকরি করতেন। তিনি পাথরঘাটা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মো. তানজের আলীর ছেলে।
স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী জানান, পাথরঘাটা পৌরসভা শেখ রাসেল স্কয়ার সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানে জেনারেটরের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আগত হন জয়নাল। তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন জানান, পৌরসভার পক্ষ থেকে জয়নালের দাফন সম্পন্ন করা হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক