বরগুনা

পাথরঘাটায় দেয়ালচাপায় কিশোরীর মৃত্যু

By admin

February 09, 2021

 

বরগুনা: বরগুনার পাথরঘাটায় খেলার সময় দেয়ালচাপা পড়ে লামিয়া আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। লামিয়া আক্তার একই এলাকার খোকন গোমস্তার মেয়ে।

 

চরদুয়ানী ইউনিয়ন পরিষদের সদস্য মো. মজিবুর রহমান ও স্থানীয় মোহাম্মদ হিরো মিয়া জানান, সন্ধ্যার পর বাড়ির উঠানে লামিয়া ও তার ছোট ভাই আলিফ (৮) খেলছিল। এমন সময় উঠানঘেঁসা পুরনো দেয়ালের সঙ্গে লামিয়ার ধাক্কা লাগে। এতে দেয়ালটি ধসে পড়লে লামিয়া এর নিচে চাপা পড়ে। এসময় আলিফের চিৎকার শুনে প্রতিবেশীরা এসে লামিয়াকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।