বরিশাল বিভাগ

পাটগ্রামে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে

By admin

February 17, 2022

 

আব্দুল সামাদ, লালমনিরহাট : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার দুপুর ১১টায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় উপজেলা চত্বরে এ প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠান হয়।

 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান মোঃ রুহুল আমীন বাবুল।

 

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা নিবার্হী অফিসার মোঃ সাইফুর রহমান।  উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে দিন ব্যাপি এ প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ এর সার্বিক বিষয় তুলে ধরেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত)ডা.শ্যামল চন্দ্র রায়।

 

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন লিপু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লতিফা আক্তার,পাটগ্রামে আওয়ামী সহ অন্যান্য ব্যক্তিগণ।