আন্তর্জাতিক ডেস্কঃ কিছুদিন আগে পাকিস্তানের মাটিতে টিকটকের ব্যবহার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইমরান খানের সরকার। তবে সমস্ত নিষেধাজ্ঞা কাটিয়ে দশদিনের মাথাতেই পাকিস্তানে আবারো চালু হলো “টিকটক”।
তবে বারবার অশ্লীল ও অনৈতিক কনটেন্ট পোস্ট করা হলে সেই অ্যাকাউন্টগুলি ব্লক করে দেওয়া হবে বলে টিকটিক কর্তৃপক্ষ আশ্বাস দেয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে পিটিএর পক্ষ থেকে জানানো হয়েছে।
গত ১৭ই অক্টোবর “টিকটক” সংস্থার তরফ থেকে জানানো হয়, পাকিস্তান যদি “টিকটক” এর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে সংস্থার তরফ থেকে পাকিস্তানে বিনিয়োগ করা হবে। এই ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই টিকটকের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো পাকিস্তান।
প্রসঙ্গত, পাকিস্তানে আড়াই কোটি মানুষ অ্যাপটি ব্যবহার করতেন। তাঁদের মধ্যে ৬৮ শতাংশ মহিলা। ৯৬ শতাংশই অ্যান্ড্রয়েড ব্যবহারকারী।