ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জুন ২০, ২০২২
পাকিস্তানি রেস্তোরাঁ ‘সুইং’র বিজ্ঞাপনে আলিয়া ভাট। বিজ্ঞাপনের জন্য ব্যবহৃত দৃশ্যটি হঠাৎ দেখলে চমকে যেতে হয়। তবে নাহ, ভালো করে দেখলেই বুঝতে পারবেন দৃশ্যটি আসলে সঞ্জয়লীলা বনশালি পরিচালিত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমার দৃশ্য।
দৃশ্যটিতে দেখা যায় হাতের ইশারায় রোজগারের জন্য পুরুষদের ডাকছেন আলিয়াকে। আর সেই দৃশ্যই প্রচারের জন্য ব্যবহার করে বিপাকে পাকিস্তানি রেস্তোরাঁ ‘সুইং’।
‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবি থেকে আলিয়ার এ দৃশ্য ব্যবহার করে ট্যাগ লাইনে ‘সুইং’র তরফ থেকে লেখা হয়েছে ‘আজা না রাজা, কীসের জন্য অপেক্ষা করছেন’। জানা যায় রেস্তোরাঁটি সোমবার পুরুষদের জন্য ২৫ শতাংশ ছাড় দিচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনটি ছড়িয়ে পড়তেই পাকিস্তানি রেস্তোরাঁ কর্তৃপক্ষকে নিয়ে তুমুল সমালোচনা করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, এ ধরনের যন্ত্রণাদায়ক দৃশ্যটি কিভাবে কেউ নিজেদের লাভের জন্য ব্যবহার করতে পারেন?
আরেকজন লিখেছেন এ ধরনের দৃশ্য প্রচারের জন্য ব্যবহার করেই আপনারা বুঝিয়ে দিয়েছেন, আপনারা কতটা নিচু মানসিকতার।
কেউ কেউ আবার এ বিজ্ঞাপনটিকে ‘নারী বিদ্বেষী’ বলে কটাক্ষ করেছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক