বরগুনা

পাওনা টাকা চাওয়ায় প্রাণ দিতে হলো কৃষককে

By nurulla sikder

April 23, 2021

বগুড়ার সারিয়াকান্দিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত কৃষক সাইদুল ইসলাম (৫৫) মারা গেছেন।

 

শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

সাইদুল ইসলাম উপজেলার বোহাইল ইউনিয়নের চর মাঝিড়া গ্রামের বিলাত প্রামাণিকের ছেলে।

 

সাইদুল ইসলামের ভাতিজা জহুরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (২২ এপ্রিলৈ) সন্ধ্যায় একই এলাকার শহিদুল ইসলামের কাছে পাওয়ারটিলার মেরামতের পাওনা টাকা চাইতে যায় সাইদুল ইসলাম।

দুইজনের বাগবিতণ্ডা একপর্যায়ে সাইদুল ইসলামকে মারধর করে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মারা যান।

 

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) লাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।