ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০
জার্মানির পশ্চিমাঞ্চলীয় সোলিনজেন শহরের একটি অ্যাপার্টমেন্টে পাঁচ সন্তানকে হত্যা করেছেন এক মা। হত্যার পর আরেক সন্তানকে নিয়ে পালিয়ে যান তিনি।
বৃহস্পতিবার পুলিশের বরাত দিয়ে দেশটির সর্বাধিক-বিক্রিত দৈনিক বিল্ডের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। বিল্ডের প্রতিবেদনে জানানো হয়, মৃত শিশুদের দাদি পুলিশকে টেলিফোন করেন। তার নাতনি নিজের পাঁচ সন্তানকে হত্যা করে আরো এক সন্তানকে নিয়ে বাসার বাইরে বেরিয়ে গেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১, ২, ৩, ৬ ও ৮ বছর বয়সী পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করে।
এদিকে ওই ঘাতক মা এক সন্তানকে নিয়ে সোলিনজেনের কাছে ডুসেলসর্ফের রেলস্টেশনে একটি ট্রেনের নিচে ঝাঁপ দেন। তবে তাদের দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়াও ওই নারীর বাসায় ১১ বছর বয়সী আরো এক ছেলে সন্তানকে অক্ষত মিলেছে।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, এসব হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে কিছু বলতে পারছি না। হত্যার কারণ উদঘাটন করতে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক