শিরোনাম

পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ, সাপাহারে ১০ যুবক গ্রেপ্তার

By admin

March 23, 2022

 

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলা থেকে দশ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাস্পের সদস্যরা।

 

মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ১০ টায় উপজেলার বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার (২৩ মার্চ) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-৫।

 

গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার বাহাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে নুর আলম (৩৫), মদনসিংহ গ্রামের আবদুল গনির ছেলে সাকিব হাসান (২৯), পিছলি মধ্য পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে ইমরান (২২), মানিকরা গ্রামের আজিজুল হকের ছেলে কামাল হোসাইন (২৬), জয়পুর গুচ্ছগ্রামের মোজাফফর রহমানের ছেলে শাহিন আলম (২৬), মানিকরা গ্রামের আব্দুল হকের ছেলে আরিফুল ইসলাম (২৭), খোদ রামবাটি গ্রামের নুর ইসলামের ছেলে মতিউর রহমান (২৮), সৈয়দপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে রাশেদ মিলন (২৮), বৈদ্যপুর গ্রামের মুজাম্মেল হক এর ছেলে আবদুল মাজেদ (২৮) ও পত্নীতলা উপজেলার সাড়াই ডাঙ্গা গ্রামের লোকমান আলীর ছেলে কাওসার মাহমুদ শান্ত (২৮)।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট র‌্যাব ৫ ক্যাম্পের অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার মাসুদ রানার নেতৃত্বে মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে বাজারে অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকরার দায়ে ওই ১০ জনকে আটক করা হয়। এসময় ১২টি সিপিও, ১৬টি হার্ড ডিস্ক, ১২টি মনিটর, ৪টি মাউস, ৮টি কি-বোর্ড ও ৯টি বিভিন্ন ক্যাবল জব্দ করা হয়।

 

পরে তাদের সাপাহার থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়।