ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২২
হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে ফের আদালতে মামলা করা হয়েছে।
বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট রাজীব হাসানের আদালতে ঢাকার সাভারের বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ বাদী হয়ে মামলা করেন।
এদিন বাদীর জবানবন্দি গ্রহণ করেন। শুনানি শেষে আদালত মামলার বিষয়ে আদেশের জন্য আগামী ১৮ জুলাই নির্ধারণ করেছেন।
মামলায় পরীমনি ছাড়াও তার দুই সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয় , ২০২১ সালের ৯ জুন রাতে পরিমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢোকেন এবং দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। এরপর তারা নাসিরউদ্দিন মাহমুদকে মারধর ও হত্যার হুমকি দেন ও ভাঙচুর করেন।
এর আগেও পরীমনির বিরুদ্ধে মামলা করেন জাতীয় পার্টির নেতা ব্যবসায়ী নাসিরউদ্দিন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক