পরীমনিকে ধর্ষণচেষ্টা: নাছিরসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, জুন ১৪, ২০২১

পরীমনিকে ধর্ষণচেষ্টা: নাছিরসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
নিউজটি শেয়ার করুন

 

ঢালিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যার চেষ্টার ঘটনায় ব্যবসায়ী নাছির মাহমুদসহ ৬ জনকে আসামি করে সাভার থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

সোমবার (১৪ জুন) সকালে মামলাটি দায়ের করা হয়। এতে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও ৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

 

এর আগে সকালে রূপনগর থানার মাধ্যমে লিখিত অভিযোগ করেন পরীমণি।

 

সাভার থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরীমণি নিজে বাদী হয়ে মোট ৬ জনের নামে এ মামলা করেছেন (মামলা নম্বর ৩৮)।

 

এর আগে রোববার প্রথমে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর কাছে বিচার চান পরীমনি। পরে ঢাকার বনানীর বাসায় ডেকে ঘটনার বর্ণনা দেন তিনি।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ