লিড নিউজ

পরীক্ষার ৫ ঘণ্টা আগে মারা গেলেন পরীক্ষার্থী

By admin

November 06, 2022

 

নবকন্ঠ ডেস্ক, বরিশাল : কেন্দ্রীয় পরীক্ষায় বসার পাঁচ ঘণ্টা আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী ও আলিম (উচ্চমাধ্যমিক) পরীক্ষার্থী মো. মেহেদী হাসান।

 

রোববার (৬ নভেম্বর) ভোর ৫টার দিকে অসুস্থ অবস্থায় গাজীপুরের তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। মেহেদী হাসান যশোর জেলার কোতোয়ালী থানার নাটুয়াপাড়া গ্রামের মো. সালাম মন্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মিজানুর রহমান।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

তিনি বলেন, আমাদের একজন পরীক্ষার্থী মাদ্রাসার পাশে নিজস্ব ব্যবস্থাপনায় থেকে পড়াশোনা করত। রাতে সেখানেই অসুস্থ হয়ে পড়ে। পরে তার স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এমন মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার মরদেহ স্বজনদের দায়িত্বে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। অপরদিকে মেহেদীর মৃত্যুতে মাদ্রাসাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরীক্ষার আগ মুহূর্তে এমন খবরে হতবিহ্বল হয়ে পড়েন তার সহপাঠীরা।

 

 

কাওসার আল হুসাইন নামের এক শিক্ষার্থী বলেন, মেহেদীর হঠাৎ এমন চলে যাওয়া আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। তিনি কিছুটা অসুস্থ ছিলেন। সকালে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে। আমরা আল্লার কাছে দোয়া করছি যেন তাকে বেহেশত নসিব করেন।

 

 

আইমান নামের আরেক শিক্ষার্থী বলে, আমি বাকরুদ্ধ, কোনো কিছু বলার শক্তি নেই। গতকাল রাতেও দেখা হয়েছে। ১১টা থেকে যার আজ পরীক্ষা দেওয়ার কথা, সে এখন না ফেরার দেশে চলে গেল। কাল রাতের দেখাই যে শেষ দেখা হবে তা বুঝতে পারিনি। আল্লাহ মেহেদীকে জান্নাত দান করুন।