অন্যান্য

পররাষ্ট্র নীতি

By admin

September 20, 2023

 

রাষ্ট্রযন্ত্র যত সব সাম্রাজ্যবাদী রোগে মহারুগ্ন, নিজ রাষ্ট্রের হিতৈষী,পর রাষ্ট্র শোষিতে নিমগ্ন।

 

 

নিজ রাষ্ট্রে একে অপরকে করে শোষণ; গরীব,অভাবী, ভিখারী,চোর করে উৎপাদন।

 

 

তবুও নিলর্জ্জের মতো পোষে যুদ্ধের বিলাসিতা। পতিতা পল্লী তৈরি করে ছড়ায় নারী ধ্বংস বারতা।

 

 

প্রাচ্য, পাশ্চাত্য,মধ্যপ্রাচ্য সবাই যুদ্ধ যুদ্ধ গন্ধ ছড়ায়। শতসহস্র মানুষ মরে,অভাবী, অসহায় নারীরা কাতরায়।

 

 

রাশিয়া- ইউক্রেন,ভারত-পাক যুদ্ধে রহে রত। আমেরিকা, ইউকে শতত চালায় গুণ্ডামি ব্রত।

 

 

যুদ্ধ বিলাসিতা জীবন মারে, দূষণ করে, ভয় ছড়ায়। পৃথিবীর জীব জগৎ, প্রকৃতির ছন্দ ধ্বংসে জড়ায়।

 

লেখক:: ভাস্কর মজুমদার