পটুয়াখালী

পবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের এতিমদের মাঝে খাবার বিতরন

By admin

August 15, 2022

 

পবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) শিক্ষকদের সংগঠন “পবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদ”।

 

 

সোমবার দুপুরে আঙারিয়া এতিমখানা লিল্লাহ বোর্ডিং এ এই কর্মসূচি সূচি বাস্তবায়িত হয়। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক প্রফেসর ড. সন্তোষ কুমার বসু, সাংগঠনিক সম্পাদক সুজন কান্তি মালী, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক এমএম মেহেদী হাসান এবং প্রফেসর মাহমুদ মোর্শেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

এর আগে সকাল ৯টায় পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এর সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদ।