পটুয়াখালী

পবিপ্রবিতে বঙ্গবন্ধু পরিষদ কতৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মদিন পালন

By admin

September 29, 2022

 

 

পবিপ্রবি প্রতিনিধিঃ উন্নত-সমৃদ্ধি বাংলাদেশ গড়ার রুপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বঙ্গবন্ধু তনয়া ও আওয়ামীলীগ সভানেত্রীর জন্মদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

 

 

বুধবার সকাল ৯ঃ৩০ এ বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবনের সমানে কেক কেটে জন্মদিন পালন করেন বঙ্গবন্ধুর আদর্শ ধারণাকারী পবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদ।

 

 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশে চন্দ্র সামন্ত এবং বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রোফেসর মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক প্রোফেসর ড.সন্তোষ কুমার বসু এবং পরিষদের অন্যান্য শিক্ষক। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।