ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১০ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২০
আজ (শুক্রবার) ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। আজকের এই দিনে আরবের মরুপ্রান্তরে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। প্রায় এক হাজার ৪০০ বছর আগে মা আমিনার কোল আলো করে জন্ম নেন তিনি। আবার একই দিনে পৃথিবী ছেড়ে চলে যান সর্বকালের সর্বশ্রেষ্ট এই মানব। এ জন্য এটি ওফাত দিবসও। মানুষদের আলোর পথ দেখিয়ে ৬৩ বছর বয়সে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করেন।
তওহিদের মহান বাণী নিয়ে পৃথিবীতে এসেছিলেন হজরত মুহাম্মদ (সা.)। তাই পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশ্ববাসীসহ মুসলিম উম্মাহর জন্য দিনটি আনন্দের। আবার এদিনই তিনি মারা যাওয়ায় একইসাথে মুসলিম বিশ্বের জন্য এটি কষ্টেরও।
মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় রওশন এরশাদ পৃথক পৃথক বাণী দিয়েছেন। এছাড়াও দিনটি উপলক্ষে রাজধানীসহ দেশের সরকারি স্থাপনাগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক