জাতীয়

পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

By admin

June 30, 2022

 

দেশের আকাশে বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে ১০ জুলাই দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

 

আজ বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।

 

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙামাটি, শেরপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় চাঁদ দেখার সংবাদ জেলা প্রশাসন সূত্রেও নিশ্চিত হওয়া গেছে।

 

সে হিসাবে শুক্রবার থেকে শুরু হচ্ছে জিলহজ মাস গণনা। তাই আগামী ১০ জুলাই রবিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। হিজরি জিলহজ মাসের ১০ তারিখ ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করেন।