সারাবাংলা

পদ্মা সেতুর ৩৪তম স্প্যান বসানো হবে আগামীকাল

By admin

October 24, 2020

 

পদ্মা সেতুর ৩৪তম স্প্যান আগামীকাল রোববার (২৫ অক্টোবর) বসানো হবে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

 

আবহাওয়া অনুকূলে থাকলে ও কারিগরি জটিলতা না দেখা দিলে সকালে সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ৭ ও ৮ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হবে। এতে সেতুর ৫ হাজার ১০০ মিটার অর্থাৎ ৫ দশমিক ১ কিলোমিটার দৃশ্যমান হবে।

 

বিষয়টি নিশ্চিত করে সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানান, মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ১৫০ মিটার দৈর্ঘ্যের ধূসর রঙয়ের ৩৪তম স্প্যানটি ভাসমান ক্রেন দিয়ে আজ শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পিলারের কাছে নিয়ে যাওয়া হয়েছে।

 

তিনি বলেন, ‘বৈরি আবহাওয়া থাকায় পদ্মায় তীব্র বাতাস বইছে। এবং আলো স্বল্পতাও রয়েছে। যার কারণে রোববার সকালে বসানো হবে স্প্যানটি।’

 

সেতুর প্রকৌশলী সূত্রে জানা গেছে, ৩৪তম স্প্যানের পরে আগামী ৩০ অক্টোবর ২ ও ৩ নম্বর পিলারের ওপর ৩৫তম স্প্যান, ৪ নভেম্বর ৩৬তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। আর আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব স্প্যান বসানোর নির্দেশনা রয়েছে সেতু সচিবের। এর আগে গত ১৯ অক্টোবর ৩৩তম স্প্যান বসানো হয়।

 

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর একে একে বসানো হয়েছে ৩৩টি স্প্যান। এতে দৃশ্যমান হয়েছে সেতুর ৪ হাজার ৯৫০ মিটার।