সারাবাংলা

পদ্মাসেতুর ৩৩ তম স্প্যান বসছে কাল

By admin

October 18, 2020

 

সবকিছু অনুকূলে থাকলে সোমবার বসানো হবে পদ্মাসেতুর ৩৩তম স্প্যান। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে সেতুর ৩ ও ৪ নম্বর পিলারের ওপর এ স্প্যানটি বসানো হবে। এতে সেতুর ৪ হাজার ৯৫০ মিটার দৃশ্যমান হবে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মাসেতুর প্রকৌশলী মো. হুমায়ুন কবির। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে সোমবার সকালে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ওয়ান-সি নামে ৩৩তম স্প্যানটি নিয়ে ভাসমান ক্রেন রওনা হবে। এরপর প্রকৌশলীরা স্প্যানটি নির্ধারিত পিলারের ওপর বসাবেন। এর আগে ১১ অক্টোবর পদ্মাসেতুর ৩২তম স্প্যান বসানো হয়।

 

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণকাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো কর্পোরেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে।