সারাবাংলা

পতেঙ্গায় তেলের ট্যাংক বিস্ফোরণে ৩ শ্রমিকের মৃত্যু

By admin

September 02, 2020

চট্টগ্রাম : নগরের পতেঙ্গা ১৪ নম্বর ঘাটের কাছে একটি বেসরকারি কনটেইনার ডিপোতে (অফডক) বিস্ফোরণে ৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ইনকন্ট্রেড কনটেইনার ডিপোতে গাড়ির তেলের ট্যাংক ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণে তাদের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

 

নিহতরা হলেন- আরমান, মোক্তার ও নেওয়াজ। তাদের একজন গাড়ি চালকের সহকারী, একজন ওয়েল্ডিং মিস্ত্রি এবং অপরজন ওই কন্টেইনার ডিপোর কর্মী।

 

এ ঘটনায় অগ্নিদগ্ধ আরও ৩ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

উজ্জ্বল ধরপতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া জানান, ডিপোর একটি গাড়িতে তেলের ট্যাংক ওয়েল্ডিং মেশিন দিয়ে মেরামতের সময় বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই তিন শ্রমিকের দেহ পুড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির হামিদ উল্লাহ জানান, কনটেইনার ডিপোতে ওয়েল্ডিং করার সময় সিলিন্ডার বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনকে চমেক হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।