ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২১
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া-লোহালিয়া সড়কে ভ্যান উল্টে মো. খলিলুর রহমান জোমাদ্দার (৩৯) নামে একজন মারা গেছেন। এ ঘটনায় নিহতের ছেলে ইমরান (১৩) ও ভ্যানচালক রাসেল মোল্লা (২৫) গুরুতর আহত হয়েছেন।
নিহত খলিল জোমাদ্দার বাউফল উপজেলার নওমালা গ্রামের বাসিন্দা ছিলেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ সোমবার বিকেল ৩টার দিকে খলিলুর রহমান একটি ভ্যান নিয়ে নওমালা থেকে লোহালিয়া খেয়াঘাটের দিকে যাচ্ছিলেন। নগরের হাট এলাকায় ভ্যানচালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে ভ্যানটি উল্টে যায় এবং খলিলুর রহমান ঘটনাস্থলেই মারা যান।’
এ ঘটনায় আহত ভ্যানচালক ও নিহতের ছেলে ইমরানকে স্থানীয়রা উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক