পটুয়াখালী

পটুয়াখালীতে ৬০ মণ জাটকা জব্দ, এতিমখানায় বিতরণ

By admin

November 04, 2022

 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বিভিন্ন জেলার বাস থেকে ৬০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় আটটি বাসকে ৪০ হাজার টাকা জরিমান করা হয়। জব্দ মাছগুলোকে স্থানীয় ৪৬টি এতিমখানায় বিতরণ করা হয়। জব্দ ইলিশগুলো স্থানীয় ৪৬ এতিমখানায় বিতরণ করা হয়।

 

 

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কলাপাড়া পৌর শহরের শেখ কামাল সেতু সংলগ্ন এলাকায় এ অভিযান চালান মৎস্য কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)

 

 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পরিবহনে বিপুল পরিমাণ জাটকা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। পরে দীর্ঘক্ষণ অভিযান শেষে ৬০ মণ জাটকা জব্দ করে এতিমখানায় বিলিয়ে দেই। আট বাসের সুপারভাইজারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।