ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০
পটুয়াখালী : পটুয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ড টাউন জৈনকাঠীতে নিখোঁজের ৫ দিন পর মো. ফাহাদ নামে সাড়ে সাত বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ওই শিশু এলাকার মো. জাফর হাওলাদার ছেলে। সে ওই এলাকার স্থানীয় কে এ এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বেলা ২টার দিকে বাড়ির থেকে কিছু দূরে রাস্তার পাশের ডোবায় শিশুর মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী।
পরে পুলিশ ঘটনাস্থালে গিয়ে ডোবা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ওই শিশুর পরিবারের সদস্যরা জানান, গত ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টায় নিজ বাড়ির সামনে থেকে শিশু ফাহাদ নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা পটুয়াখালী থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেন। পরিকল্পিতভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে পরিবারের সদস্যদের ধারণা।
এ বিষয়ে সন্দেহভাজনভাবে স্থানীয় ফখরুল ইসলাম ও আলমগীর হোসেন নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি- মোরেশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক