পটুয়াখালী

পটুয়াখালীতে ২৯ কচ্ছপসহ যুবক আটক

By admin

September 23, 2020

 

পটুয়াখালী : পটুয়াখালীর পৌর শহরের চৌরাস্তা এলাকায় ২৯ টি কচ্ছপসহ সুকলাল বিশ্বাস নামে এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

 

র‌্যাব-৮ জানায়, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সেভেন স্টার পরিবহন থেকে এসব কচ্ছপ উদ্ধার করা হয়। পরে বুধবার সকালে ওই ব্যবসায়ীসহ কচ্ছপগুলোকে জেলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে বন্যপ্রাণী সুরক্ষা আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেছে। আটক সুকলাল কলাপাড়া উপজেলার মাছুয়াখালী গ্রামের শৈলেন বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কচ্ছপ ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিলেন।