ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২১
পটুয়াখালীর দশমিনায় বিদ্যুতে স্পৃষ্টে স্ত্রী পুষ্প রাণীকে (৬৫) বাঁচাতে গিয়ে স্বামী সুনিল কবিরাজেরও (৭০) মৃত্যু হয়েছে। আজ রোববার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রন গোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল সড়ে সাড়ে ৯টার দিকে নিজ ঘর থেকে পুষ্প রাণী মন্দিরে পূজা দিতে যান। এ সময় আলো জ্বালাতে গিয়ে বৈদ্যুতিক সুইচ স্পর্শ করার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুতায়িত হন। পরে স্বামী সুনিল কবিরাজ তাকে ছাড়াতে গিয়ে স্পর্শ করলে তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দশমিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক