পটুয়াখালীতে অন্তত ২০০ অসহায় যৌনকর্মীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী এ উপহার প্রদান করেন।
এ সময় ওই পল্লীর অন্তত ৫০ জন শিশুকে ঈদ পোশাক দেয়া হয়। উপহার হিসেবে প্রতি বস্তায় রয়েছে চাল, ডাল, চিনি, তেল ছোলা, মুড়ি, সাবান।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ন কবির, সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, প্রেস ক্লাব সভাপতি স্বপন ব্যানার্জী। উপস্থিত ছিলেন- ইউনিসেফ প্রতিনিধি ইশিতা দে, লাইট হাউজের মেডিকেল প্রতিনিধি দোলন বারিকদার এবং শক্তি নারী সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম ও সাধারণ সম্পাদক তানিয়া আক্তার।
এ সময় জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী বলেন, করোনার চলমান প্রেক্ষাপটে সব শ্রেণির মানুষ বেকারত্ব জীবনযাপন করছে। সরকার এ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার সামগ্রী দেয়া হলো। এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।