পটুয়াখালী

পটুয়াখালীতে মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

By admin

December 01, 2020

 

পটুয়াখালীর কলাপাড়ায় মুক্তিযোদ্ধা শাহ আলমের ওপর হামলা চালিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্যরা। মঙ্গলবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এ সময় বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল হালিম, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা রাকিবুল আহসান, উপজেলা কমান্ডার বদিউর রহমান বন্টিন, চাকামাইয়া ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামত ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক নাসির বিপ্লব।

 

মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধা সংসদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তারা চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধা শাহ আলমের ওপর হামলাকারী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু ও তার স্ত্রীসহ ৫ আসামিকে গ্রেফতারের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানান। এ ছাড়া বাকি আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার এবং মুক্তিযোদ্ধার ওপর হামলাকারী স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

 

প্রসঙ্গত, গত রোববার (২৯ নভেম্বর) বিকেলে চাকামাইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে মুক্তিযোদ্ধা শাহ আলমের ওপর হামলা হামলা চালিয়ে হাত এবং পায়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।