ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০
বাউফল : পটুয়াখালীর বাউফলে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে প্রাণ গেল আব্দুর রাজ্জাক (৪৮) নামে এক কৃষকের। বুধবার দুপুরে উপজেলার দাসপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজ্জাক ওই গ্রামের সুন্দর আলী হাওলাদারের ছেলে।অভিযোগ রয়েছে, বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলার কারণে এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই আবদুর রহিম জানান, সকাল নয়টার দিকে তার ভাই রাজ্জাক গরুর ঘাস কাটার জন্য বের হন। এরপর বাড়িতে ফিরতে দেরি হওয়ায় স্বজনরা তাকে খুঁজতে বের হন। পরে দুপুর ১টায় তাদের বাড়ির পূর্বপাশে ধানক্ষেতের মধ্যে বিদ্যুতের ছেড়া তারে জড়ানো অবস্থায় তাকে দেখতে পান। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে তিনি রাজ্জাককে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ বাউফল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার একেএম আজাদ জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক