এপ্রিলে সড়ক দুর্ঘটনায় ৫৮৮ জনের প্রাণহানী

পটুয়াখালী

পটুয়াখালীতে বাইকের ধাক্কায় গৃহবধূ নিহত

By admin

January 11, 2021

 

পটুয়াখালী : পটুয়াখালীর বাউফল উপজেলায় বাইকের ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছেন।

 

নিহতের নাম মিনারা বেগম (৩৫)। তিনি উপজেলার বিলবিলাস গ্রামের বজলুর রহমান কবিরাজের স্ত্রী।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার সকালে ওই গ্রামের বড়ইতলা এলাকায় মিনারা বেগম রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাইক তাকে ধাক্কা দেয়।

 

এতে ঘটনাস্থলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এ সময় তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।