পটুয়াখালীতে বন্য প্রাণীর চামড়াসহ কবিরাজ আটক

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৩

পটুয়াখালীতে বন্য প্রাণীর চামড়াসহ কবিরাজ আটক
নিউজটি শেয়ার করুন

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক ::  পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন বন্যপ্রাণীর চামড়া ও বন্যপ্রাণীর দেহাবশেষসহ মো. মামুন মিয়া নামের এক ভুয়া কবিরাজ আটক করেছে বন বিভাগ।সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৫নং নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার থেকে তাকে আটক করা হয়।

 

 

অ্যানিমেল লাভার্স কলাপাড়া’র সদস্য মো. রাকায়েত আহসান বলেন, অভিযানে বন বিড়ারের চামড়া, শিয়ালের চামড়া, মদন টাক পাখির মাথা, ঠোঁট, বনরুই এর চামড়া, শাপলা পাতা মাছের শুটকি, শুশুকের ঠোঁটসহ আরও অসংখ্য নাম না জানা বন্যপ্রাণীর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এটি আমাদের একটি সফল অভিযান।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

উপকূলীয় বন বিভাগের কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, মামুন মিয়া দীর্ঘদিন যাবত বন্যপ্রাণীর চামড়া ও দেহাংশ মানুষের সামনে প্রর্দশন করে ওষুধ বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী অ্যানিমেল লাভারের সহযোগিতায় উপজেলার ৫নং নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার অভিযান চালিয়ে বন বিড়ালের চামড়া ১টি, শিয়ালের চামড়া ১টি, মদন টাক পাখির মাথা, ঠোঁট ৬টি, বনরুইয়ের চামড়া ২টি, শাপলা পাতা মাছের শুটকি ২টি, শুশুকের ঠোঁট ১টিসহ অসংখ্য নাম না জানা বন্যপ্রাণীর দেহাবশেষ উদ্ধার করা হয়।

 

 

তিনি আরও বলেন, মামুন সমস্ত চামড়া, দেহাংশ ও ট্রফি বন বিভাগের কাছে হস্তান্তর করেন ও ভবিষ্যতে এরকম কাজ করবে না মর্মে মুচলেকা প্রদান করলে তাকে ছেড়ে দেওয়া হয়। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ