পটুয়াখালী

পটুয়াখালীতে পৃথক ঘটনায় দুইজনের লাশ উদ্ধার

By admin

September 15, 2021

 

পটুয়াখালীতে পৃথক ঘটনায় নারীসহ দুই লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নে ও ১৪ সেপ্টেম্বর রাতে বড় বাইসদিয়া ইউনিয়নের তুফানিয়ার চর থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

 

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোরশেদ বলেন, দুপুরে বদরপুর ইউনিয়নের গাবুয়া গ্রামের পিত্রালয় থেকে কাজল রেখা (২৫) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কাজল সদর উপজেলার হেতালিয়া আবাসন এলাকার বাসিন্দা হৃদয়ের স্ত্রী।

 

এদিকে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জগলুল হাসান বলেন, ১৪ সেপ্টেম্বর রাতে উপজেলার বড় বাইসদিয়া ইউনিয়নের তুফানিয়ার চর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।