পটুয়াখালী

পটুয়াখালীতে পানিতে ডুবে তিন ভাইবোনের মৃত্যু

By admin

May 12, 2023

 

নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের শারমিন (৬), রুমান (৮) ও মরিয়ম (৮) নামের তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ মে) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের জিয়া কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

মৃত শারমিন ও রুমান ওই এলাকার সোহেল ফকিরের সন্তান। আর মরিয়ম সোহেল ফকিরের ছোট ভাই রুবেলের মেয়ে।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিন শিশু পরিবারের অগোচরে তাদের বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে খেলতে যায়। পরে স্থানীয়রা ওই পুকুরে শারমিনের ভাসমান মরদেহ দেখতে পায়। পরে অপর দুই শিশুকে অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুরের নীচ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

 

 

কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।